এখনো অবিকৃত চেনা গন্ধ
সাতপাঁচ ভেবে শেষমেশ নাকে রুমাল,
অবাধ্য চিরসজাগ স্নায়ু
কড়া শাসনে বললাম-‘অভ্যস্ত হও’!
ভয়ের সাপ মস্তকে ছোবল দিলে
বাঁধন দিবি কোথায়?
অবসন্ন শরীরের প্রতিটি কোষ,
ধীরে ধীরে নিজস্ব জগৎ গড়লাম।
বাইরে যেমন চলছে চলুক
প্রদর্শনীর বহর! বিগ শো!