কফিনে শুয়ে তোর অতীত
জমাট অন্ধকারে,
ভয় নেই, ওর ছায়া পড়বে না খুশীর সরনিতে
সবটুকু ঢাকা পড়ে আছে বিষণ্ণ কালো পিচে

বাঁধন ছেঁড়া ভিনদেশী মেঘ
মনের ভিতর ধামসা মাদল,
তোর কালো চুলে ঘনিয়েছিল অমানিশা,
সুযোগসন্ধানী কীট বাসা বেঁধেছিল শরীরে
সৃষ্টির আদি থেকে ওরা এভাবেই বাসা বাঁধে,
ভয় নেই, কফিনে শুয়ে আছে তোর অতীত
জমাট অন্ধকারে

বিবাগী হাওয়ায় তোকে দেখি
উড়ন্ত চুলে অনেক স্পষ্ট; উজ্জ্বল,
ফেলে আসা ঘরের উপর একটুকরো কালো মেঘ
কবে বৃষ্টি হয়ে ঝরে গেছে সাহারার বুকে,
কালের নদীতে তোর ডিঙা
ঘূর্ণিপাকে তলিয়ে গেছে
তোকে ভাসিয়ে দিয়েছে কালের জোয়ার,
তুই থাক্‌ দেবীরূপে আমার পর্ণকুটিরে

ভয় নেই শ্রী, কফিনে অনন্ত ঘুমে
তোর অতীত জমাট অন্ধকারে
কোনোদিন জাগবে না; ভয় দেখাবে না

চেয়ে দ্যাখ্‌, বিশ্বজয়ী আলেকজান্ডারের বেশে
আমি আছি পাহারায়; সূর্যোদয়ের পথে
ক্লোরোফর্ম হাতে......