আগুন জ্বললে অনিবার্য উত্তাপ
যেমন মায়া অবিচ্ছেদ্য বস্তু-সংসারে,
আত্মোদর-পূর্তি উৎসবে নেমেছে যবনিকা
চোখে অস্পষ্ট সীমান্ত-রেখা,
ক্রমশ নৈকট্য ঘনায় দূরের ছায়ায়
অসীম সমুদ্রে ‘আমি’ মিশে যায়।
জ্ঞানের শেষ সীমারেখা দেখা যায়
মায়ার জগৎ থেকে কাছে ডেকে নেয়,
যেখানে থাকে না স্থান-কাল-কার্যকরণের আত্মীয়তা,
অন্তর গভীরে এক দিব্য স্ফুলিঙ্গ, শাশ্বত বুদ্ধি
জ্ঞান-সূর্যের নিঃসরণ;-- প্রচ্ছন্ন ঈশ্বর।
অগস্ত্য যাত্রার সুচনা-লগ্নে ঈশ্বর অধরাই
সংযোগ বেড়ার এপাশে।