আমার আহ্বান হারিয়ে গেছে কন্দরে;
গভীর অরন্যের নিকষ রাত্রি
অসাড় মানুষের জঙ্গলে আমি
পথভোলা নিঃস্ব পথিক।
অস্তিত্ব আছে, কন্দর্প-স্বত্ত্বা জেগে থাকে
বঞ্চনার অস্থির জঠর-জ্বালায়,
জনমানবের জঙ্গল, শহুরে ব্যস্ততা,
নিস্তব্ধ, নীরব;--নিস্ফল কামনায়।
দেহ-মন দুই মেরু;
নিরক্ষে আমিত্ব যন্ত্রণাক্লিষ্ট প্রসূতি,
দেহ সজীব-সচ্ছ্বল; বুভুক্ষু মন মৃতপ্রায়,
তাগিদ নেই বাঁচিয়ে তোলার,
এই দেহ যোগাতে অক্ষম মনের খোরাক।
নীলামে উঠেছে ভালোবাসা
চাওয়া পাওয়ার নাগাল এড়িয়ে,
একচেটিয়া অধিকারের লোভ--লালসায় লালায়িত জিভ,
ওরা লালন করবে আক্ষরিক ভালোবাসা
সুখী গৃহকোণে।
রঙীন দোলায় ভালোবাসা আজও আসে-যায়
সমাজের পঙ্কিলতায়; বর্বর নির্লজ্জ প্রকাশে রক্তাক্ত
ধ্বংস হয় তিলে তিলে গড়া বিশ্বাসের ইমারত।
আশা তবু আছে বেঁচে
আমার ডাক হারিয়ে যায়নি পরমের মাঝে
সে আসবে;---তাকে আসতেই হবে,
প্রতীক্ষা করবো পার্থিব আমরন কাল।©
।