যদি না আসো ফিরে,
ঔষধি গাছে ফোটা পান্ডুলিপি
রেখে যেও আমার ডাক বাক্সে;
হে পাখি- মেঘলা দিনের পাখি- গৃহত্যাগী পাখি,
জোনাকির অস্ফুট আলোর মত টাইপরাইটারের কাশি
কর্তৃক প্রেরিত বহু পত্রদূত
চিলের চোখের মত তোমার চিহ্ন খুঁজে খুঁজে ক্লান্ত আজ;
পালের নৌকার মত হাওয়ায় ডানা ভাসিয়ে আসে শকুনেরা,
বসে তোমার আমার মৃত যোগাযোগের অডমেন্টের 'পরে;
হায়! নীড়ছাড়া পাখিরা কি আর আসেনা ফিরে?

এখন
অসুখ করেছে আমার-
এ কেমন অসুখে ক্ষয়ে যায় হৃদয় আমার,
ক্ষয়ে যায় শরীর- গ্রীনহাউজ ইফেক্টেড হিমালয়ের মত!
আমার মুমূর্ষু শ্বাস মন্দন গতিময়,
তোমার পালকের গন্ধ মিশে থাকা আমার স্পন্দন;
হে পাখি- হে অভিমানীনি পাখি,
আর যদি না আসো ফিরে
এই পরিত্যক্ত নীড়ে,
তবে কোন ঔষধি গাছে
বলে দাও আমার প্রাণের আশ্রয় আছে?