ব্যাপক ঐশ্বর্যের দিকে চোখ বন্ধ ক'রে রাখা।

কিছু আঁচ করবার আগেই স্বাধীনতা হয়ে গেছে নিরর্থক সংলাপ!
কোথায় থামতে চেয়ে কোথায় থেমে যাচ্ছি!
কোথায় চলতে গিয়ে চ'লে যাচ্ছি কোথায়!
এই জরা, এই উচ্ছন্নে যাওয়া ভ্রম,
তাৎক্ষণিক ধ'সে পড়া অন্দরমহল,
মারাত্মক নীরবতা, কংক্রিটের ধূসর;
শীর্ণ তাঁতশালার মতো মফস্বল যেন!

অন্তিম সময়, তবু— এ সন্ধ্যেবেলা সবচেয়ে সুন্দর ব'লে
ক্ষীয়মান পাড়ে ব'সে সূর্যাস্ত দেখি; জল ছুঁই।
হে জল, তুমি কি মনগড়া নদী খুঁজে পেলে?
নাকি— আকাঙ্ক্ষাও সংশোধন করা যায়?