এক সকালে ঘুম ভেঙে উঠে দেখেছি জীবন্ত ভোরের সঙ্গীতায়োজন,
এক রাতে আমি সাপের ভয়ে বাজাইনি বাঁশি,
এক দুপুরে বিড়ালের মত ঘর ছেড়েছি,
এক বিকালে মিশে গেছি মাঠের ধূলার সাথে;
এক সকালে তারপর চোখ মেলে দেখেছি পৃথিবীর ম্লান মুখ,
এক রাতে আমি পাইনি সাপের ভয়,
এক দুপুরে ক্লান্ত হয়েছি ক্লান্তির সংসারে,
এক বিকালে নিস্তেজ হয়ে সান্ধ্য লন্ঠনের কাঁচে দেখেছি পুরনো আলো;
তারপর- বা তারও আগে আমার মহাশূন্যে
আসা যাওয়ায় কখনও পাইনি কোনো নীল রঙ!
একদিন তারপর নক্ষত্র পাড়ায়- অনেক
লৌকিক-অলৌকিক হিসেব কষা শেষে
অশ্বত্থ মাথা নুইয়েছে কাদামাটির 'পরে,
সেদিন আমিও চলে গেছি পৃথিবী ছেড়ে একেবারে।