শুনেছিলাম বন্ধুত্বে নাকি পারফিউম উপহার দিতে নেই,
দিতে নেই রুমাল,
এমনকি কলম কিংবা ডায়েরিও;
এগুলো দিলে নাকি সম্পর্ক টিকে না।
পরে দেখলাম বাস্তুশাস্ত্রেও এমনই বলা আছে।
কিন্তু কই আমরা তো এমন কোনো উপহার দেইনি কখনো,
আমরা দিয়েছিলাম সময়, একগাদা সময়।
তাহলে আমাদের সম্পর্কে এমন কেন হলো?
বাস্তুশাস্ত্রে তো সময় নিয়ে এমন কিছু বলা নেই ,
কিন্তু বলা আছে ঘড়ির কথা;
"ঘড়ি" আর "সময়" কি তাহলে এক?
নাকি এতটা সময় উপহার দিতে নেই যতটা আমরা দিয়েছিলাম?