দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার ২ তে,
পকেট ফাঁকা, তাই আজকাল ট্রেনে চলাচল একটু বেশিই হয়;
শীতের সকাল, ঘন কুয়াশা, আজ আকাশটাও খুব মেঘলা
যেনো এবছরের শীতের প্রথম বৃষ্টিটা আজই হবে;
এমন সময় স্টেশনের মাইকটা জানিয়ে দিলো
খারাপ আবহাওয়ার জন্য গন্তব্যে পৌঁছানোর ট্রেনটা  ১ ঘণ্টা লেট;
শুরু হল অপেক্ষার প্রহর, আর প্ল্যাটফর্মে পায়চারি
পায়চারি করতে করতে চোখ গেলো বইয়ের দোকানে সাজিয়ে রাখা
একটি কবিতার বইয়ের ওপর, নাম "বৃষ্টি সমগ্র"।
আজকাল বই খুব একটা পড়া হয় না,
তাও আবার এই ফাঁকা পকেটে কবিতার বই;
তবুও চলেগেলাম দোকানটার পাশে,
বইটা কি একটু পড়ে দেখতে পারি? জিজ্ঞেস করাতে
দোকানি দিদিটা হাত বাড়িয়ে বইটা দিয়ে দিলো;
আমি বসে পড়লাম বেঞ্চে, আর প্রথম পাতা উল্টোতেই দেখি "বৃষ্টি এলো"
তারপর পড়তে পড়তে "অভিমান"
আর শেষে খুঁজে পেলাম "মন কেমনের জন্মদিন";
পড়া শেষে বই ফেরত দিতে দিদিটাও হেসে বলল দেখুন দাদা
শীতের সকালে এমন "বৃষ্টি এলো" দেখে মনে হচ্ছে
একগুচ্ছ চাপা "অভিমান" এনে দিয়েছে পৃথিবীর বুকে "মন কেমনের জন্মদিন"।।