প্রথম প্রথম মাকে ঘরের ব্যাঙ তাড়াতে দেখতাম;
ব্যাঙ নাকি ঘর নোংরা করে দেয়
তাই মা ব্যাঙ তাড়াত-
আর দুদিন পর আবার নতুন ব্যাঙ,
মা আবার তাড়াতে ব্যস্ত হয়ে যেত।
একদিন দেখি মা আর ব্যাঙ তাড়ায় না,
জিজ্ঞেস করাতে মা বলল-
আজকাল নাকি ব্যাঙ পোষছে,
পুরাতন ব্যাঙ ঘরের নিয়ম কানুন জানে
যখন তখন বেরোয় না, যেখানে সেখানে নোংরা করে না;
তাই মা আজ ব্যাঙ পোষে, আর সন্ধ্যা হলেই
ঘরের কোণে  জ্বালিয়ে রাখে আলো,
যাতে আলোর খুঁজে আসা
পতঙ্গ খেয়ে বেঁচে থাকে তার পোষা ব্যাঙ।।