প্রজাপতিরা কি কখনো তাদের ডানার সৌন্দর্য অনুভব করতে পারে?
নাকি শুধু উড়ার অস্তিত্বেই আনন্দ পায়?
নক্ষত্ররা কি জানে তাদের খসে পড়াতে মানুষ অনেক ইচ্ছা প্রকাশ করে?
নাকি এমনি এমনি খসে পড়ে?
চাঁদ কি জানে তার নিজস্ব একটা পৃথিবী আছে?
নাকি পৃথিবীর খোঁজে এমনি এমনি ঘোরে বেড়ায়?
শূন্য কি জানে তার মধ্যেও আছে পূর্ণতার ক্ষমতা?
নাকি কারো শূন্যতায় শুধু ভাসছে একাকীত্বের আকাশে?