দেখা হবেনা কোনো দিনও! জেনেও বুনে যাই কল্পনার শহর;
এই যেমন গল্প করতে করতে বলেছিলিস, হঠাৎ দেখা হলে দৌড়ে এসে জড়িয়ে ধরবি।
আর তাইতো আজও বসে থাকি তোর নেমে যাওয়া স্টেশনে;
হঠাৎ দেখতে পাবি, দৌড়ে এসে জড়িয়ে ধরবি।।
তারপর, বসে পড়ব স্টেশনের কোনো এক নির্জন বেঞ্চে;
হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, গল্প করতে করতে, হারিয়ে যাবো দুজন দুজনে।।
আবার তোর মতো বৃষ্টি ভেজা আমারও ভালো লাগে -
তাইতো তোর হাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ নামিয়ে আনি বৃষ্টি,
তারপর তোর সাথে ভিজতে থাকি শুধু কল্পনায়।।
আবার এই যে তোর পাহাড় ভালো লাগা, ভালো লাগে শিশির ভেজা ঘাসে হেঁটে চলা -
তাইতো শুধু কল্পনায়, নিজের মতো করে তোকে সাজিয়ে নিই;
এই যেমন কখনো হলুদ কোনো টপ, আবার কখনো রং-বেরাঙা কোনো শাড়ী,
তৎসঙ্গে কপালে টিপ, নাকে নোলক পরিয়ে; আর নিয়ে যাই নির্জন কোনো এক পাহাড়ে;
আবার কখনো তোর হাত ধরে হাঁটতে হাঁটতে হারিয়ে যাই শিশির ভেজা কোনো তেপান্তরে।
আর এভাবেই এক একটা কল্পনা জমাতে জমাতে -
বুনে যাই কল্পনার কোলাজ।।