চলে যাবি?
তবে গ্রীষ্মের কাল বৈশাখী ঝড়ো হাওয়া হয়ে বয়ে যা;
আমি দেওয়াল হয়ে তোর পথ আটকে দাঁড়াবো না।
নিজেকে টুকরো টুকরো করে ভেঙ্গে নিয়ে তোর চলে যাওয়ার পথ করে দেবো//
চলে যাবি?
তবে হেমন্তের স্নিগ্ধ হাওয়া হয়ে উড়ে যা ;
আমি ঝরে গিয়ে তোর চলে যাওয়ার পথে পড়ে থাকবো;
আর তুই যেতে যেতে পায়ের স্পর্শে মুড়িয়ে দিয়ে যাবি //
চলে যাবি...?