প্রিয় বন্ধু, আশাকরি ভালোই আছিস...
আর ভালো থাকবি বলেই তো কিছু না বলে চলেগেলি তোর ভালো থাকার জগতে।
পুরোনো কিছু কথার মূল্যায়ন করে নিলি, বর্তমানের সাথে একবারও মিলিয়ে দেখলিনা;
ভূল বোঝে কিছু না জানিয়েই চলে গেলি কোনো এক আড়ালে।
যোগাযোগের কোনো রাস্তাই খোলা রাখলিনা, হয়তো বুঝিয়ে নিতাম, মানিয়ে নিতাম...
আর হয়তো বন্ধুত্বটাও বাঁচিয়ে দিতাম।
তোকে কতো কিছু বলার ছিলো... যোগাযোগ নেই, ভাবলাম একটা উড়ো চিঠিই পাঠিয়ে দেই শুধু এই আসায়...
একদিন হয়তো পৌঁছবে তোর কাছে, আর ফিরে আসবি সবকিছু ভুলগিয়ে;
জানিস তুই যখন প্রথম প্রথম রিপ্লাই করতি মনে হতো...
খোঁজতে খোঁজতে ক্লান্ত এক প্রত্নতত্ত্ববিদ খোঁজ পেয়েছে কোনো এক বিলুপ্ত নগরীর;
কিন্তু সদ্য মায়াজালের আঘাত প্রাপ্ত মানুষটি যেনো কিছুই বিশ্বাস করতে পারেনা,
তবুও এক-একটা নুড়ি পাথর উঠিয়ে নিজের মতো করে নিরীক্ষন করে যায়...
শুধু বিশ্বাসের আসায়।।
আর যখন বিশ্বাস জন্মাল, নিরীক্ষন বন্ধ হলো;
ঠিক তখন জমিয়ে রাখা নুড়ি পাথরগুলো হঠাৎ খসে পড়ে তলিয়ে নিয়ে গেলো খোঁজে পাওয়া নগরী।।
...ঠিক যেমন তুই হারিয়ে গেলি...
আমি! দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে যাই, আর জ্বলে যাই এক নাজানা, নাদেখা আগুনে।।