আজকাল আমাদের ঠিক তেমন একটা কথা হয় না;
কথায় কথায় সকাল গড়িয়ে বিকেল/ বিকেল গড়িয়ে রাত/ আর রাত গড়িয়ে আবার সকাল হয় না;
ভেসে আসেনা ফোনের ওপার থেকে সেই মিষ্টি হাসি হোক কিংবা সেই অভিমানী কান্নাটা।
আজকাল যে আমাদের ঠিক তেমন একটা কথা হয় না;
হয় না আর বৃষ্টি ভেজার গল্প, কিংবা শিশির ভেজা ঘাসে হাঁটার গল্প;
আবার গল্পে গল্পে কোনো নির্জন পাহাড়ে হারানোও হয় না;
আজকাল আর ফিরে আসেনা সেই সুপ্রভাত কিংবা শুভ-রাত্রির কোনো প্রত্যুত্তর;
একজন সেই সব ছোটো ছোটো কথাগুলো, যেমন- বেরোচ্ছি, ফিরছি বলে গেলেও-
কেউ আর বলে না সাবধানে যাস/সাবধানে ফিরিস।
আজকাল যে আমাদের ঠিক তেমন একটা কথা হয় না;
আজকাল কেউ আর জিজ্ঞেসও করেনা কখন বেরোবি, কেউ বলেনা খেয়ে বেরোবি,
বলেনা লাঞ্চ কর, কিংবা নিজের দিব্বি দিয়েও বলেনা রাতের খাবরটা খা;
কেননা আজকাল যে আমাদের ঠিক তেমন একটা কথা হয় না।
আজকাল কেউ আর বলেনা ওই সবুজ টি-শার্টটায় তোকে মানায় ভালো /
কিংবা বলেনা ওপরের বোতামটা খোলে রাখিস;
কেউ আর বলেনা এইটা পরিসনা, ওইটা করিসনা;
আজকাল কেউ আর আমার ওপর রাগ করেনা, অভিমান করেনা;
আমার রাগ, অভিমানগুলোও কেউ ভাঙ্গায়না;
কেননা আজকাল যে আমাদের ঠিক তেমন একটা কথা হয় না।
হোয়াটসঅ্যাপের ব্লক, ফোন কলের সেই সু-মধুর কন্ঠে বলে ওঠা
"সুইচড অফ" বুঝিয়ে দেয় কতটা দূরত্ব হয়ে আছি;
তবুও ফেসবুকে তোর প্রোফাইলটা বারবার ঘুরে দেখা,
কিংবা সব ছোটো-খাটো কথাগুলো বলে বলে কেউ বুঝিয়ে দিতে চায়
ঠিক কতটা অপেক্ষায় আছে।।