যাহাতে ভালো, তুমি করো তাই
ভালো লাগে যাহা নয়,
তবে জেনো তুমি, হইবে মহান
জীবন ভরিবে পুষ্পময়।
যাহা মন্দ ভালো লাগে যদি
ত্যাগ করোএখনি তাহারে,
মূল্যায়ন করো ভালো-মন্দে
এখনো সময় দাঁড়ায়ে দুয়ারে।
না হও জঞ্জাল উত্তর গগনে
মধ্য ও তে অযোগ্য বাসের,
তাই ভালো না মন্দে গড়িবে অভ্যাস
ভাবা কি উচিৎ নয় মানুষের।
যত দূরে পড়ে চোখ
জ্ঞানেত মরিও বার বার,
অজ্ঞানে বাঁচা, মন্দে উপায়
জেনো, যেমনে দিবসে অন্ধকার।
আঁখি আছে তবু না আছে জ্যোতি
সে কি মূল্য পায়,
অসারের বৃক্ষ হোক না বৃহৎ
কর্মে শুধু অগ্নি পায়েতে লুটায়।
সুগন্ধ বড় অতি পালিত
পাইতে লাগে দুর্লভ,
দুর্গন্ধ অতি সুলভ বস্তু
তবু কেহ কি আছে তাহার বান্ধব।