আর কত দূরে ছুটে
চলে যাওয়া যায়,
সুখ, শান্তি খুঁজে
জীবনের ইশারায়।
পথ চলে চলে ক্লান্তির ছায়া
মাটিতে এখনও পড়ে,
সেই ছাদ নীলাম্বরী আকাশ
আজও মেঘ আঁখিতে ঝরে।
ছবি হয়ে ফেরে কত চেনা মুখ
আপন সজন ঘর-বাড়ী ভুঁই,
আছে শুধু প্রান টুকু
আর স্মৃতি তে আছিস তুই।
মনে করে আসে সেই যত
ঘোর আনন্দ-বেদনা,
কত দিন সাথে ছিলি বন্ধু আমার
চেয়েছিলি সইতে কত যাতনা।
তুই আছিস হয়তো আজও
আমার মনের কোণে,
আমি চলে গেছি দূরে
জানি, তুই রাখিসনি মনে।