দুঃখ তুমি গরিষ্ঠ
লঘিষ্ঠ সে সুখ,
যাতনা পাইলে কন্ঠে আসে দঃখ
তেমনি কহে না সুখের কথা মুখ।
তুমি হৃদয়ে যতটা অনুভূত হও
অ-অনুভূত রহে সে,
তাই তুমি বড় ক্লেশ সকল অন্তরে
দেখি সুখ ছোট যে।
যত সহজে বক্ষ ফাটে
হাসি কি আসে সম সহজে,
জল ভরে আসে আঁখি গহ্বরে
আনন্দ আসে সকল কাজে ?
তোমারে চিনেছে সকল জনে
চিনেছে সকল জীব গনে,
তুমি থাকো সাথে, নহে কেহ আর
পীড়িত করো, সম্ভিত করো প্রানে।
তুমি যেন মাটি শেকড় তোমাতে
তোমাতে পাই জল, খাদ্য, সার,
ও যেন আস্মানি চাঁদ রহে অন্তঃরীক্ষে
আসে না, ঘেঁসে না ধূলার ধার।
তোমার হাতছানি অবিচ্ছেদ সীমারেখা টানি
রয়েছে মিশে নিশ্বাসে,
সে যেন সৌখিন ক্ষুদ্র বায়ু
মিলাইছে নীলে বিশ্বাসে।
তুমি বাঁধন, ছিঁড়িতে পারে না কেহ
তাই চেনে সবে বড়ো,
বিনা আমন্ত্রনে ধরা দাও তুমি
তব চরনে নত করো।