যে সুখে সবাই বাঁচে
তার কি দাম আমার কাছে,
বইতে পারি ব‍্যাথা
তাই দুঃখ আমারই আছে।

তোমরা সবাই ছুটে চলো, সে সুখে
বাঁধতে ঘরে তারে,
আমায় দুঃখ ভালোবাসে
তাই সে ছাড়তে রাজি নারে।

যত বলি যা না ছেড়ে
আমায় কর পর,
ঘুরে আয় অন‍্য কোথাও
শূণ‍্য কর ঘর।

কোথায় মানে, নয়ন জলে
ভাসে, ভাসায় ওরে
বলে সবাই আমায় দূর করেছে
তুমিও রাখতে চাও দূরে।

তাই সে আমার, আমি তার
খেলেই কাটে দিন,
সুখ যে চির পর যে আমার
বাড়ে দুঃখের কাছে ঋণ।

ভালোবাসার এত বাঁধন
তাই ছাড়তে পারি নারে,
দুঃখের মাঝে জীবন বাঁচে
এ কথা কইব আমি কারে !