মানুষ ছেড়ে চলে যায়
তবু যায় না কেন ভালোবাসা,
ভরে বরিষণে দুচোখে
শ্রাবণ ধারা, একি সর্বনাশা।
তারে যত তাড়াইতে চাই
উপড়ে ফেলিতে চাই হৃদ হতে,
তত যেন সে ফুলিয়া ওঠে
টিপিতে চায় গলা আপন হাতে।
এলোমেলো সব চারিপাশে
মাখা মাখি স্মৃতি দিন রাতি,
জোয়ারে জোয়ারে পাড় ভাঙ্গা ভাঙ্গি
সব গেছে তবু কার পানে চেয়ে দুটি আঁখি।
কার পানে চেয়ে এখনও দাঁড়ায়ে
বেলা বয়ে যায় শোন গো স্বপন,
ফিরিতে হবে ধরো গো খেয়া
ভোলো গো প্রাণ মুদিয়া নয়ন।
এ আঁখি ধারা বিফল বারি
চিনেছো ভালোবাসা, চেনোনি নারি
আছে তার চমকি হরিণী চোখ
আছে কি অভাব তার সুখ সারি।
শুধু তোমারই ছিল সে
এঁকে ছিলে পথ এক সাথে
সে পথে তুমি একাকি আজি
কাঁদো, কাঁদো আঁখি চেপে ধরে দুটি হাতে।