কাশ ফুলের সাদা পোশাক দেখে আমি ভাবি
কিসে করে আসবি মা তুই, কিসে করে যাবি ?
কুমোরটুলির ঠাকুর গড়া কখন হবে শেষ-
ঢাকের আওয়াজ বাজবে হেথায় শুনতে লাগে বেশ,
পেঁজা পেঁজা তুলো ওড়ে নীল আকাশের মাঝে
ঘাসে ঘাসে শিশির পড়ে মুক্তা যেন সাজে ।
কলমি ফুলের গন্ধে ভরা মিঠেল বাতাস ভাই
ভোরের বেলায় আমায় যেন মুগ্ধ করে যায়
ঠাকুর গড়া, শিউলি ঝরা, ঢাকের মারা ধবনি,
এই ধরাতে শুনছি তোমার খুশির আগমনী ।