হলুদ রাঙা শাড়িতে
সবুজ ঠোঁটের হাসি ।
গুনগুনি মৌমাছিতে
বাউল সুরের বাঁশি ।
গাছের পাতা ডাকে যারে
সেইত আমার মা ।
রাজ রাজাদের ধনের সাথে
তার হয়না তুলনা ।
সকাল বেলায় ঘাসের আগায়
মুক্ত ঝরা শিশির ।
বিকেল বেলা পঞ্চমীতে
আবির খেলায় রবির ।
বসন্তের ওই কোকিল ডাকে
সেইত আমার মা ।
সব কিছু আমি ভুলতে পারি
কিন্তু মা-কে না ।