চাই আমরা শিল্প
তবে বাদ দিয় না কৃষি
পাশাপাশি থাকবে দুটি
যেন রবি আর শশি ।
আমরা যুবক,
চাই আমাদের কর্মসংস্থান।
তার জন্য কি হারাবো মোরা
আত্মসম্মান?
যোগ্যতা আমাদের বড় শক্তি
কাটিয়ে উঠবো মোরা সব প্রতিশক্তি
তবু চাই আমাদের কর্মসংস্থান
একই স্থানে থাকবে কৃষি আর শিল্প
পাশাপাশি থাকবে কিছু অনুসারি শিল্প
মায়ের মুখে তুলতে অন্ন
হয়েছি মোরা শরণাপন্ন
হে ভারত মাতা
তুমি দেখাও পথের দিশা
যাতে থাকবে কৃষি, গড়বে শিল্প
হবেনা তার কোনো বিকল্প।।