এসো হে, বৈশাখ এসো হে
বাঙালির নববর্ষ এসো নবরূপে
তোমার আসন পেতে বসে আছি মোদের দ্বারে
পুরাতন স্মৃতি ভুলতে চাই তোমার আগমনে
নতুন সূর্য উদয় হউক বিশ্বের আকাশে
পুড়ে যাক করোনা ভাইরাস, তার আলোর রশ্মি তে
মানব জাতি আজ ধ্বংসের মুখে
চারিদিকে মৃত্যু-মিছিল হাহাকার বিশ্বজুড়ে
আকাশ বাতাস ভারাক্রান্ত, নিস্তব্ধতা ঢেকেছে মুখ
দূর হতে স্বজনহারানো কান্না, বাতাসে ভেসে আসে
নববর্ষের আগমন ফিরে আসুক নতুন রূপে
এই বাংলার মাটিতে।।