দীর্ঘ ১০ বছর হলো বৃদ্ধাশ্রমে
এখানে আছি সবাই মিলে একসাথে
গল্পগুজব করে দিনগুলো যায় কেটে।
কলকাতাতে মস্ত বাড়ি ছিল সেখানে
খোকা বৌমা মিলে বিক্রি করল সেটা কে
চলে গেল তারা বিদেশে।
আমি হলাম বোঝা তাদের কাছে
অবশেষে আমার স্থান হল এই বৃদ্ধাশ্রমে।
বছরে খোঁজ নেয় দুটি একবার করে
এইটুকু শান্তনা আমার কাছে।
জীবনের শেষ প্রান্তে এসে
ভাবি নি কখনো জীবন কাটবে এভাবে।
চোখ বোজার আগে খোকাকে
দেখতে পাবো কিনা জানিনে।।