কলম তুমি কত নিদ্রাহীন চোখে
কত অজস্র রাতে, কত কবিদের হাতে
দাসত্ব নিয়েছো নীরবে মেনে, তাদের কাছে
তোমায় নিয়ে কেউ করে, সাহিত্য চর্চা
আবার কেউ বা করে, প্রতিবাদের ভাষা
তোমার কলমের ডগায়, ভালোবাসার কত কবিতা
তোমার কলমের জোরে, শাসকের নিদ্রাভঙ্গ
আইন-আদালতে যত অন্যায় অবিচার
তোমার কালিতে হয় তার বিচার
হে কলম! তুমি না কত ইতিহাস গিয়েছো লিখে
কত না যুগ কত না কাল ধরে
সময় হয়েছে আজ, তোমার জেগে ওঠার
আর কালো কালি নয়, রক্তে লেখা হোক ইতিহাস।।