আমি বৃদ্ধ হয়েছি এখন
একাকীত্ব জীবন যাপন
মনে হয় মূল্যহীন জীবন
একান্তে বসে ভাবি যখন
নয়নে জল আসে তখন!
কত দাপট সম্মান ছিল যৌবন
জীবনে মাথা নত করিনি কখন
জীবন সংগ্রামে অতিক্রম করেছি—
কত শতপথ, কঠিন সেই সময়
আজ স্মৃতিময় এই অলস জীবন
আপন করেছে পর, একি নিয়তির লিখন?
স্বপ্নময় জীবন, সেকি হয় বাস্তব?
বিচিত্র এই মনুষ্য জীবন
কারো সুখ, কারো দুখ
এটাই আসল জীবন!!