জানি পাব না তোমাকে
সে আশা দিয়েছি ছেড়ে
তুমি যে বিদেশিনী
সাত সমুদ্র ওপারে
তোমারি ছবি এঁকেছি হৃদয়মাঝে
সে কথা তোমাকে জানাবো কিভাবে?
মধ্যরাতে তুমি যে আমার স্বপ্নের পরী
প্রভাতে উঠে দেখি তুমি নেই মোর কাছে।।