খোকা আমার মস্ত বড় বিচারক আদালতে
ন্যায় বিচার করে, অপরাধীকে জেলে ভরে
কত মানুষের কান্না মোচন করে
এই সমাজের ন্যায় অন্যায় সে ভালো বোঝে
খোকাকে দিলেম বিয়ে ধুমধাম করে
বৌমা এলো ঘরে, দুচোখে আমার স্বপ্ন নিয়ে
বছর দুই পরে নাতি এলো ঘরে, ঘর উজ্জ্বল করে
আমি হলাম বৃদ্ধ এখন, জায়গা হল ঘরের কোণে
বৌমা ছেলের সংসারে আমি হলাম বাড়তি বোঝা
বৌমার কথায় শাশুড়ি মা জায়গা হল বৃদ্ধাশ্রমে
খোকা আমার মস্ত বড় বিচারক আদালতে
তার বিচারে জায়গা আমার এখন বৃদ্ধাশ্রমে।।