জীবনটা তো দুই চাকার সাইকেল
উঁচু-নিচু বাঁকা পথে, চলতে হয় বুঝে
জল কাদা রাস্তায়, কোন উপায় নেই ফিরে আসা
চলতে হবে সম্মুখে, জীবনের ভারসাম্য রেখে
দীর্ঘ পথ হয়তো কঠিন, নেই কোন সাথী
কখনো আধার কখনো আলো, এটাই বাস্তব উপলব্ধি
জীবনের গতি, যেদিন যাবে থেমে
তোমার কর্মের সার্থক ফল, পাবে ভবিষ্যতে।।