বীর সন্তান ভারতের তুমি
মোদের হৃদয়ে আছো তুমি
নবজাগরণের প্রতীক তুমি।
তোমার বাণী বিশ্বের দরবারে
উঠল ধ্বনি।
সকল ধর্মের মানবপ্রেমী তুমি,
তুমি দেখালে দিশা
মানবজাতির আশা।
মৃত্যুর পরেও স্থল দেহের লাশ হলেও,
যে শক্তি আত্মপ্রকাশ করেছিল,
সূক্ষ্মভাবে তা কাজ করে চলেছ এখনো।।
(স্বামীজীর ১৫৯ তম জন্মজয়ন্তী আমার শ্রদ্ধার্ঘ্য)