দুটি পার-এপার ওপার!
শৈশবের বিস্ময়, কৈশোরের চঞ্চলতা
যৌবনে ভবিষ্যৎ-বয়স কালে লোভ-লালসা
ক্লান্ত জীবন বসে থাকা!
ওপারে যাব বলে অপেক্ষায় আছি,
ঈশ্বর দর্শন পাবো ভেবে!
যতবার মিনতি করি যমরাজ কে
মুচকি হেসে সে বলে সময় হয়নি গো,
এপারের ভোগ- লালসা ত্যাগ করো
নিজেকে প্রস্তুত করো, ওপারে যাব ভেবে।।