তুমি আসবে বলে, হে গণতন্ত্র
অবুঝ শিশু ছুটে বেড়ায় উলঙ্গ দেহে
তোমাকে পাওয়ার জন্য, হে গণতন্ত্র
আর কতকাল থাকতে হবে
তোমার অপেক্ষাতে?
গণতন্ত্র তোমারই জন্য এক বৃদ্ধ
বসে আছে দ্বারে
করুন দৃষ্টিতে, খোলা চোখে, এলোমেলো চুলে
তোমার অপেক্ষাতে!
তুমি আসবে বলে, হে গণতন্ত্র
রাবিনা বিবি মাথা ফাটলো
লক্ষ্মী দাসীর সিঁথির সিঁদুর গেল মুছে
গ্রামের পর গ্রাম আগুন জ্বলল
নারী-পুরুষের আর্তনাদ বৃথা গেল!
তুমি আসবে বলে, হে গণতন্ত্র
নতুন সূর্য উদয় হোক পুব আকাশে
ধ্বনি-প্রতিধ্বনি তুলে তোমাকে আসতে হবে
হে গণতন্ত্র, এই মাটিতে!!