বাংলার ভ্রুকুটিতে আলোর
মশাল;
নবজাগরণ বাংলায় আজ
পথের সাথী পথের দাবী
তিলোত্তমার বিচার!
জেগেছে মানুষ, জেগেছে সমাজ
গলি থেকে রাজপথ
জনসমুদ্র আর কলরব!
দিকে দিকে জ্বলছে মশাল
নারী ডাক্তারের খুন ধর্ষণে
লক্ষ্য কন্ঠ সোচ্চার
বিচার চাই বিচার চাই!
জাগ্রত বিবেক তুমি, হে তিলোত্তমা!
পূর্ণিমা রাতে হাজারো তারার মাঝে
খুঁজে বেড়াই তোমাকে!
তুমি আছো লুকায়ে, কত
অভিমানে!
এই সমাজ দেয়নি তোমায়
বাঁচতে!
পারলাম না তাই আমরা সবাই
নীরব, বোবা সাজতে!
সুস্থ সমাজ গড়তে তাই
দুরবৃর্ত্তের বিনাশ চাই।
নতুন সকাল উদয় হবে
বাংলা আবার জগত সভায়
শ্রেষ্ঠ আসন লবে!!