মন্দির হতে আরেক মন্দিরে
ঘুরে বেরিয়েছি পুষ্প ঝুড়ি হাতে নিয়ে
বহুদিন ধরে তোমার চরণে
পূজো দিয়েছি ভক্তি ভরে!
তোমার করুণা পাবো ভেবে
অনেক আশা করেছিলাম তোমার কাছে
তুমি ফিরিয়ে দিয়েছিলে আমাকে শূন্য হাতে!
মোর সন্তানের মরণ রোগ থেকে
মুক্তি দিলে না তুমি তাকে!
বিনা পাপে শিশু সন্তান আমার
কি পাপ করেছিল তোমার এ বিচার ধারায়?
বেঁচে থেকেও বেঁচে নেই , চলছে চিকিৎসা
মাসের পর মাস নেই কোন সমাধান!
বিশ্বের দরবারে চেয়ে আছি শুধু
এর চিকিৎসা সমাধান এর অপেক্ষায়!!
“”আমাদের সেবা প্রতিষ্ঠান এক ভদ্রমহিলা এসেছিলেন তার শিশু সন্তানের
থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার সাহায্যের জন্য। তাকে উদ্দেশ্য করে এই লেখা।“”