স্বপ্নে তোমায় দেখব বলে
চোখ বুজেছি রাতে
বৃষ্টি ভেজা শীতল বাতাস
হৃদয় গেল জুড়ে!
তোমায় কিছু বলবো বলে-
অনেক কথা ছিল মনে
তাইতো আমি মধ্যরাতে
স্বপ্নে আমি তোমায় দেখি!
ব্যস্ত মনের খোলা জানালা
দক্ষিণ হাওয়ার ঝড় তুলে
মনের ঘরে কপাট ভাঙ্গে!
শেষ রাতে ভোরের আলো
আকাশ জুড়ে, ঘরের ছাদে!!