শুভ জন্মদিন পূণ্য হউক শতবর্ষ তোমার জীবনে
প্রতি বছর ঘুরে ফিরে আসবে এই দিনটি
তোমার কাছে নুতন জীবন নিয়ে!
সার্থক হোক তোমার জীবন মন ও বাহিরে
অতীতের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের স্বপ্ন
দেখো দুচোখ ভরে,
কাকাই এর আশীর্বাদ থাকবে চিরকাল তোমার ওপরে!!