সুন্দরতম তুমি
তোমার দিকে চেয়ে থেকে
উদাস হয়েছি আমি!
তোমার সৃষ্টি যে করেছে শিল্পী
চির ঋণী হয়ে আছো তুমি!
কালো হরিণ নয়ন দুটি
আকৃষ্ট হয়েছি আমি!
তোমার এলোকেশী চুল
ছড়িয়ে পড়েছে পিঠের ওপরে
তোমার উজ্জলতা ছড়িয়ে
দিলে চারিদিকে!
দেবী রূপে আবির্ভূত হলে
তুমি এ জগতে
রক্ত মাংস মানুষ রূপে!
দূর থেকে তোমায় দেখে
ভালবাসার কাঙ্গাল হয়ে রয়েছি
বসে এভাবে!!