ঈশ্বর তুমি আধা সুখ আধা দুঃখ
মানুষের জীবনে দাও তুমি
কাউকে পরিপূর্ণ সুখ দাও না কখনো তুমি
জীবনের গতি দীর্ঘ সময় হয় প্রবাহিত
কখনো জোয়ার কখনো ভাটা এটাই তো
জীবনের ধারা!
মনুষ্য জীবন নিরবে থাকে দাড়িয়ে
অবুঝ মনের কাছে!
বসে থাকি নিরবে সুখের স্বপ্নে
সময় এসে নিয়ে যাবে কখন
জীবনের প্রদীপ নিভে যাবে তখন!!