কত নামে, কত রূপে
তোমার স্থান এ জগতে,
মানুষের হৃদয়ে!
তুমি যে নিরাকার সৃষ্টিকর্তা
তোমার সৃষ্টির রহস্য
জীবজগতে মূল কথা!
বিশ্বব্রহ্মাণ্ড অজানাকে জানা
বিজ্ঞানের চলমান গতি
আজও পেল না তার মতি!!