ঈশ্বর, আল্লা, যীশু কত নামে তুমি
বিভক্ত এই জগতে
নিরাকার হয়ে সৃষ্টিকর্তা রূপে রয়েছো ভুবনে
ধর্মের দোহাই দিয়ে মানবজাতি করেছে তোমায় ছিন্ন!
ধর্ম ও জাতির লড়াই চলছে চিরকাল
কোন অধিকারে? মানব জাতিকে করছো তোমরা ভাগ
ঈশ্বরের সৃষ্টি কে করছো তোমরা অপমান
সৃষ্টি জগতের কলঙ্কিত তোমরা নেই কোনও লাজ
ধর্ম ও জাতির বুলি  ওরাও, নিজেকে ভাবো ষষ্ঠা
ধিক তোমাদের কর্ম ধ্বংস হোক এই বিভাজন!!