শিশুর পিঠে ব্যাগের বোঝা
এটাই বর্তমান শিক্ষাব্যবস্থা
কচি ব্রেনে বিদ্যার বোঝা
অবুঝ শিশু আজ দিশেহারা।
খেলার জীবন, কোথায় গেল হারিয়ে
দিনে - রাতে পড়াশোনা
অবসরে কার্টুন দেখা
এভাবেই শুরু শিশুরই জীবন।।