মাগো তোমার কোলে দেখি আমি চাঁদের আলো
তুমি যে আমায় দেখিয়েছো এই পৃথিবীর আলো
তোমার স্নেহ ভালোবাসায়
আমি যে আজ হয়েছি বড়
তুমি দিয়েছো আমায় যে শিক্ষা
তা দিয়ে করেছি আজ জগত আলো
চিরদিন আমি রাখবো তোমায় পাশে
যতই আসুক ঝড় ঝঞ্ঝাট রাখবো তোমায় জড়িয়ে
তুমি আমি থাকবো চিরদিন এভাবে।।

(শিশু দিবস উপলক্ষে এই কবিতা)