মূর্খের দল থাকে, অহংকারে ডুবে
সস্টার নেই কোন অহংকার
সৃষ্টি তার সততার পরিচয়!
শিক্ষিত দালালেরা করে সৃষ্টির ব্যাখ্যা
গুরুগম্ভীর সমালোচনা,
নিজেদের নেই কোন যোগ্যতা!
মঞ্চে বসে দেয় কত উপমা
দর্শক আসনে করতালি মুখরিত
কোন কিছু বোঝার, নেই কোন প্রয়োজন
এই ভাবেই চলছে আমাদের সমাজটা!!