স্বাধীনতা তোমার আগমন
কত দেশপ্রেমির জীবন বলিদান
স্বাধীনতা তোমার অতীত ইতিহাস
ব্রিটিশ সাম্রাজ্যের উৎখাত!
স্বাধীনতা এ কোন অভিশাপ?
ক্ষমতার প্রয়োজনে বেশভাগ!
স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত
শিক্ষা, কুসংস্কার আজও অন্ধকার
রাজনৈতিক দাপটে মানুষ দিশেহারা
মানুষে, মানুষে বিদ্বেষ
নিজ স্বার্থ ছাড়া নেই কোন দিশা
ক্ষমতা, লোভ মানুষের চেতনার অবক্ষয়
এ কোন স্বাধীনতা?
দেখতে হচ্ছে আজ!!