যাহা দেখি তাহাই সত্য নয়
যা না দেখি তাহাই সত্য হয়।
অদৃশ্য থেকে যায় অনেক কিছু
প্রমাণ দিয়ে মিলাতে হয় সবকিছু।
যুক্তিতর্কের দরকার নাই কিছু
যাহা ঘটছে তাই দেখি শুধু।
বাস্তব বড় কঠিন হয়ে উঠে সম্মুখে
অপেক্ষা করি শুধু সময়ের কাছে।।