কথা কও, কথা কও!
নিরবে কেন রও
তুমি যে মানুষ
কন্ঠে আছে ভাষা
তুমি তো পশু নও!
অনাদি অতীত, ভেবে দেখো
সততার পথ
ধুয়ে গেছে আজ রাজপথ
সত্যের কিরণ, মিথ্যার আঁধারে ডুবেছে আজ
মানবতার নিষ্ঠুর পরিহাস
জল্লাদের উল্লাস
উলঙ্গ নারী হেটে চলে পথ
নাগিনা বিবির করুন আত্মনাদ
দুর্বৃত্তরা কেরে নিয়েছে মরদের প্রাণ
মানুষ আজ পশুর সমান
মানবিকতা মুখ লুকিয়েছে আজ!
তুমি আছো নিরবে
ঘরের এক কোণে
নিজ চরিত্র গুনে
কিসে এত ভয়?
জীবন যুদ্ধে মূল্যবোধের
লাঠি যদি থাকে সাথে!!