আমি সততার প্রতীক
সততার প্রমাণ দেখিয়েছো কি কখনো?
আমি ন্যায়বিচার করে চলি
তুমি কি আইনের বিচারক?
আমি চোখ খুলে সব কিছু দেখি
নিজের দোষ ত্রুটি দেখো কি কখনো?
আমি অপরাধী কে প্রশ্রয় দেই না কখনো!
নিজের পরিবারের অপরাধী কে
ক্ষমা করো কি কখনো?
গুরু হয়ে শিষ্যকে উপদেশ দেই তাকে!
তুমি কি গুরুর মর্যাদা
রাখতে পেরেছ কখনো?