কে তুমি রোদ্দুর?
কেউ বা বলে পাগল
কেউ বা বলে প্রতিবাদী
কেউ বা বলে অশ্লীল শব্দের ফুলঝুরি!
তুমি আছো তোমাতে
পরোয়া না করো কাউকে!
তুমি যে কবিতা আর গানে
অশ্লীল শব্দের তীর ছোঁড় সমাজকে
তুমি যে সত্যবাদী!
শুনেছি কোন কালে পাগলেরা
এনেছে বিপ্লব এ জগতে
শাসকের নিদ্রা নিয়েছো তুমি কেড়ে।।