পুজো পুজো পুজো আসছে চারিদিক আলোকিত করে
সারা বছর থাকি আমরা তোমার অপেক্ষাতে ৷

অমাবস্যা রাতে সন্ধ্যা প্রদীপ জ্বেলে
আলোক রশ্মি ঘরে ঘরে তোমার আগমনে!

শুভ শক্তির প্রতীক তুমি অশুভ শক্তির বিনাশ তুমি
দাঁড়িয়ে আছো মূর্তি রূপে কয়েক শত বছর ধরে৷

প্রাণ প্রতিষ্ঠা করি আমরা তোমার মূর্তিতে
ভক্তি ভরে পুজো  করি ফল পাবো ভেবে৷

তোমার কাছে করি আশা অনেক কিছু চাওয়া-পাওয়া
সব কিছু খুঁজে বেড়াই তোমার ভিতরে ৷

দুর্বল মানুষ আমরা খুঁজে বেড়াই তোমার করুণা
পুজো  করি পবিত্র মনে সব কিছু নিয়ম মেনে৷

এ ভাবে চলতে থাকে তোমার পুজো প্রতি বছর বারে বারে
কয়েক শত  বছর ধরে ,আছো এভাবে জগত জুড়ে৷৷